নাগরিক সনদ
Citizen Charter
খাদ্য বিভাগ।
লক্ষ্য (Vision) :খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের নিদের্শনা মোতাবেক নিম্ন বর্ণিত কার্য সম্পাদন করা হইয়া থাকে।
০১ | কাবিকা / টি,আর / জি, আর / ভিজিডি / ভিজিএফ ইত্যাদি বিভিন্ন খাতের চাল / গমের চাহিদা পত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হতে প্রাপ্তি স্বাপেক্ষ অত্র কার্যালয় হতে ডেলিভারীর আদেশ ( ডিও ) ইস্যূ করা হয় এবং প্রকৃত ডিও ধারীগণ তাহা গ্রহণপূর্বক ০৬ (ছয়) ঘন্টার মধ্যে গুদাম হতে চাল/গম বুঝে নিতে পারবেন। |
০২ | চালকল মালিকগণ মিলিং লাইসেন্স FG লাইসেন্স এর জন্য সরকারী নির্দেশ মোতাবেক প্রয়োজনীয় কাগজ পত্র সহ আবেদন দাখিল করার পর তদমত্ম স্বাপেক্ষ লাইসেন্স গ্রহণ করতে পারবেন। |
০৩ | ওএমএস কার্যক্রম ৪র্থ শ্রেণী ফেয়ার পস্নাইস, হত দরিদ্র ফেয়ার প্রাইস বাসত্মবায়ন কল্পে সরকারী আদেশানুযায়ী ডিলার নিয়োগ করা সহ ট্রেজারী চালান মূলে সরকারী অর্থ জমা করে ডিলারগণের অনুকুলে ডিও জারী করা হয়। |
০৪ | তাছাড়া উদ্ধর্তন কতৃপক্ষ কতৃক সময়ে সময়ে জারীকৃত যে কোন আদেশ বাসত্মবায়ন ও তদানুযায়ী সেবা প্রদান করা হয়। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS